ঝলমলে উজ্জ্বল ত্বক কে না চায়? কিন্তু কীভাবে ত্বককে সতেজ আর ঝলমলে রাখা যায়, সেই উপায় জানা নেই অনেকেরই। বর্তমান সময়ে বলিউডের যেকজন নায়িকার রূপ মুগ্ধ করে রাখে সবাইকে, তাদের মধ্যে অন্যতম আনুশকা শর্মা। তাঁর মাখনমসৃণ ত্বকের গোলাপি আভা নজর কাড়ে সবার।
যদিও সে ন্যচারাল বিউটি, তবুও সে তার সৌন্দর্য বজায় রাখার জন্য কিছু ফেস প্যাক ব্যবহার করেন। তিঁনি একবার একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে একটি ফেস প্যাক নিয়মিত ব্যবহার করেন।
জেনে নিন তাঁর সৌন্দর্যের গোপন রহস্য লুকিয়ে কোন ফেসপ্যাকে—
নিম, দই, গোলাপ জল ও দুধ দিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্যবহার করেন আনুশকা শর্মা। ফেসপ্যাকটি তৈরি করতে হলে যা করতে হবে তা হলো—
প্রথমে কিছু নিম পাতা গুঁড়া করে নিন বা ২ টেবিল চামচ নিম পাউডার নিন। এরপর ১ চা চামচ দই দিয়ে নিম পাতার সাথে মিশিয়ে নিন। ২ টেবিল চামচ নিম পাতার জন্য ১ চা চামচ দই দেয়াই আদর্শ।
এবারে নিয়ে নিন এক চা চামচ গোলাপ জল ও কয়েক ফোঁটা দুধ। এমন ভাবে দুঘ নিবেন যাতে মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায়। এখন সমস্ত উপাদান একসাথে মিশিয়ে মুখে লাগান। মুখে টান ধরলে অর্থাৎ শুকিয়ে যেতে শুরু করলে নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।