অ্যাকোয়ারিয়াম যত্নে রাখবেন যেভাবে

অনুষঙ্গ, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-31 22:58:32

অ্যাকোয়ারিয়াম ঘরের একপাশে রাখলে ঘরের চেহারাই কিন্তু বদলে যেতে পারে একনিমেষে। কিন্তু এর যত্ন নিতে গিয়ে নাজেহাল হতে হয়। বিশেষ করে কাচের দেওয়ালের শ্যাওলা পরিষ্কার করাটা বেশ কষ্টসাধ্য। তবে কয়েকটি সহজ উপায়ে অ্যাকোয়ারিয়ামের শ্যাওলা পরিষ্কার করা যায়। কীভাবে জেনে নিন—

চিংড়ি মাছ

অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য ছোট মাপের চিংড়ি পাওয়া যায়। এরা শ্যাওলা খেতে খুবই পছন্দ করে। তবে সব মাছের সঙ্গে চিংড়ি রাখা যায় না। মাছেরা ওদের খেয়ে নেয়। তাই এ বিষয়ে আগে থেকে ভাল করে জেনে নেওয়া দরকার।

অ্যালগি-ইটার

এই বিশেষ ধরনের মাছ শ্যাওলা খেতে খুবই পছন্দ করে। কিন্তু এরা কিছু কিছু মাছের আঁশ খেয়ে নেয়। ফলে সেই সব মাছের ত্বকে সংক্রমণ হয়ে তারা মারা যেতে পারে।

প্লেকো মাছ

এই মাছ খুবই শান্ত। তবে এরা ক্রমশ আকারে বেশ বড় হয়ে যায়। তাই একদম ছোট মাপের ট্যাংকে এদের না রাখাই ভাল। কিন্তু শ্যাওলা পরিষ্কার করতে এদের জুড়ি নেই।

এ সম্পর্কিত আরও খবর