ড্রাই আই’র সমস্যা কমাতে কী করবেন?

স্বাস্থ্য, লাইফস্টাইল

ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল | 2023-09-01 22:57:34

প্রায়শ চোখের ভেতরের অংশে জ্বালাপোড়াভাব দেখা দেয়।

চোখের মনি একপাশ থেকে অন্যপাশে ঘুরাতেও কষ্ট হয় এবং চোখের ভেতর শুষ্ক হয়ে ওঠে। স্বাভাবিকভাবে তাকিয়ে থাকাও কষ্টকর হয়ে ওঠে। চোখের সাধারণ এই সমস্যাটিকে বলা হচ্ছে ‘ড্রাই আই’। চোখ যখন তার প্রয়োজন মাফিক পর্যাপ্ত অশ্রু (Tear) উৎপন্ন করতে পারে না অথবা মানসম্পন্ন অশ্রু উৎপন্ন করতে পারে না তখনই এই সমস্যা দেখা দেয়।

মূলত দীর্ঘসময় কম্পিউটার, মোবাইল, টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ধোঁয়ার সংস্পর্শে আসা, আলোযুক্ত স্থানে তাকিয়ে থাকা ও বয়সজনিত কারণে ড্রাই আই সমস্যাটি দেখা দেয়। এ সমস্যায় চোখের ডাক্তারের শরণাপন্ন হলে আই ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, যা চোখের ভেতরে লুব্রিকেন্টের কাজ করে এবং শুষ্কতা কমিয়ে আনে।

তবে ড্রাই আই’র সমস্যাটি আই ড্রপ ব্যবহার ছাড়াও দূর করা সম্ভব সহজ ও কার্যকর কিছু পদ্ধতি জানা থাকলে। যা চোখের ক্ষতি করবে না এবং ড্রাই আই’র সমস্যা থেকে দ্রুত মুক্তি দেবে।

গরম ভাপ নেওয়া

হালকা ও আরামদায়ক গরম ভাপ চোখের ভেতরের অংশের সঞ্চালন বৃদ্ধি করে অশ্রু উৎপাদনকে ত্বরান্বিত করে। একই সাথে গরম ভাপ আইলিড গ্ল্যান্ডের তেল নিঃসরণের মাত্রা বৃদ্ধি করে এবং চোখের সমস্যা কমিয়ে আরাম দেয়। গরম ভাপের জন্য মাঝারি আকৃতির নরম ও পরিষ্কার তোয়ালে গরম পানিতে চুবিয়ে পানি নিংড়ে নিতে হবে। এবারে এই গরম তোয়ালে রোল করে বা ভাঁজ করে চোখের উপর দিয়ে রাখতে হবে কয়েক মিনিটের জন্য। প্রতিদিন দুইবার এভাবে গরম ভাপ নিলে তিন-চার দিনের মাঝেই চোখের সমস্যা কমে যাবে।

চোখের পাতা পরিষ্কার করা

dry eye

চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমেও অশ্রু উৎপাদন করা যায়। চোখের পাতা পরিষ্কার করা খুব সহজ একটি প্রক্রিয়া। ক্ষারমুক্ত বেবি শ্যাম্পু হাতের আঙুলে নিয়ে ঘষে ফেনা তৈরি করতে হবে। এবারে চোখ বন্ধ করে চোখের উপরের পাতার লাইন বরাবর ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে এবং পুরো সময়টুকু চোখ বন্ধ রাখতে হবে। এবারে কুসুম গরম পানিতে চোখের পাতা ধুয়ে নিতে হবে। ড্রাই আই’র সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন রাতে একবার এভাবে চোখ পরিষ্কার করলে উপকার পাওয়া যাবে।

ক্যাফেইন গ্রহণ

গবেষণার তথ্য মতে ক্যাফেইন টিয়ার গ্ল্যান্ডের (Tear gland) উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে। যাদের ইনসমনিয়ার সমস্যা এবং ক্যাফেইন সেনসিটিভিটি নেই তাদের জন্য ক্যাফেইন গ্রহণ কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের ওজনের ওপর নির্ভর করে ২-৬ কাপ পর্যন্ত কফি পান করতে দেওয়া হয়েছিল। যা তাদের অশ্রু তৈরিতে সাহায্য করেছিল বলে জানানো হয়।

সানগ্লাস ব্যবহার করা

বাইরে থাকাকালীন সময়ে, বিশেষ করে প্রবল হাওয়া ও আলোযুক্ত স্থানে সানগ্লান ব্যবহার করতে হবে অবশ্যই। ড্রাই আই’র সমস্যা নিয়ে যদি স্ক্রিন ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কম্পিউটার ও মোবাইল ব্যবহার করা প্রয়োজন হয় তবে সানগ্লাস পরে এরপর কাজ করতে হবে। সানগ্লাস আলোকে স্তিমিত করে চোখে পৌঁছায়, এতে করে চোখের উপর চাপ কম পড়বে ও সমস্যা কম হবে।

আরও পড়ুন: ধূমপানে অন্ধত্ব!

এ সম্পর্কিত আরও খবর