টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ৭৬ যাত্রীর জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:26:29

পার্বতীপুর রেল স্টেশনে ব্লক চেকিং চালিয়ে টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ৭৬ যাত্রীকে ১৯ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার (পার্বতীপুর) মো. সাজ্জাত হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি জানিয়েছেন।

অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস, রুপসা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনগুলোতে ব্লক চেকিং করে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৭৬ যাত্রীকে আমরা ট্রেন থেকে নামিয়ে দিয়েছি এবং তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে।’

এরিয়া অপারেটিং ম্যানেজার আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব ট্রেনের অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একটি আসন খালি রেখেই যাত্রীদের টেনে বসতে হচ্ছে। এমন অবস্থায় কোনো যাত্রী টিকিটবিহীন যেন ট্রেনে যাত্রা করতে না পারে সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’

এ সম্পর্কিত আরও খবর