যশোরে নতুন ৬৯ জনের করোন শনাক্ত, মোট ২৩২৮

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-31 05:40:38

যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের তাদের করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে দুই হাজার ৩২৮ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, সোমবার যশোর জেলার ১৯৪টি নমুনা যবিপ্রবি ল্যাব পাঠানো হয়। মঙ্গলবার তাদের ফলাফলে জেলায় ৬৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৮জন, অভয়নগরে ১২জন, মণিরামপুর ৫জন, ঝিকরগাছায় ১০ জন ও কেশবপুর ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩২৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৩০৮ জন। মারা গেছেন ৩২জন।

এ সম্পর্কিত আরও খবর