হাওরের উন্নয়ন আমার রাজনীতির মূল এজেন্ডা: এমপি তৌফিক

ময়মনসিংহ, জাতীয়

ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 11:04:34

কিশোরগঞ্জের প্রত্যন্ত উপজেলা ইটনা, মিটামইন ও অষ্টগ্রামের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, 'হাওরের উন্নয়ন আমার রাজনীতির মূল এজেন্ডা। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অবহেলিত হাওরাঞ্চলকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসাই আমার একমাত্র লক্ষ্য।'

বার্তা২৪.কমের সঙ্গে এক একান্ত সাক্ষাতকারে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি তৌফিক বলেন, 'হাওরবাসী তাদের ভাগ্যোন্নয়নের জন্য যে ঐক্য গড়ে তুলেছেন, তা কোনও অপশক্তিই থামাতে পারবে না। রাজনৈতিক বা সামাজিক হানাহানি, উস্কানি, মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে অশুভ মহল উন্নয়ন বিরোধী কোনও পদক্ষেপ নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে জনগণই তাদেরকে প্রতিহত ও প্রত্যাখান করবে।'

তিনি বলেন, 'জঙ্গিবাদ, মৌলবাদ, আগুন সন্ত্রাস ও দুর্নীতিবাজদের যেমনভাবে জাতি বিতারিত করেছে, তেমনিভাবে উন্নয়ন ও অগ্রগতি বিরোধী অপশক্তিকে সমূলে উৎপাটিত করা হবে। সস্তা রাজনৈতিক চটক ও হিংসাত্মক পন্থায় রাজনীতির নামে হাওরের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কাউকেই সুযোগ দেবে না জনগণ।'

রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র 'হাওররত্ন' নামে খ্যাত এমপি তৌফিক বলেন, 'ক্রমান্বয়ে হাওর জনপদ বিদ্যুতের আওতায় আসছে। কোথাও কোথাও শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন ও অনুদান বৃদ্ধির পাশাপাশি কমপিউটার ও প্রযুক্তি ব্যবহার বাড়ছে। যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে সূচিত হয়েছে নবদিগন্ত। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত থাকলে হাওরাঞ্চল অদূর ভবিষ্যতে বাংলাদেশের সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা এ লক্ষ্যে কাজ করছি।'

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক পিতা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আসনের বর্তমান সংসদ সদস্য। পিতার পদাঙ্ক অনুসরণ করে হাওর জনপদ ও হাওরবাসীর কল্যাণে কাজ করাই তার রাজনৈতিক অঙ্গীকার।

বার্তা২৪.কমকে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, 'জলমগ্ন হাওরের আপামর জনতার স্নেহ, ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। হাওরের প্রতিটি ঘরে ঘরে হাজির হয়ে আমি জনগণের ভালোবাসা ও সমর্থনের প্রতি শ্রদ্ধা জানাতে চারণের মতো ঘুরছি। জনসমর্থনের প্রতিদান দিতে আমি আজীবন হাওর ও হাওরবাসীর কল্যাণে নিজের সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।'

এ সম্পর্কিত আরও খবর