মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান

, জাতীয়

উপজেলা করেসপন্ডন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম) | 2023-08-31 23:46:58

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্ররা।

শনিবার (২২ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক অধ্যাপক শম্ভুনাথ দাশ বলেন, ‘মানুষ মানুষের জন্য। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে অক্সিজেন শূণ্যতায় মারা গেছে। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্রদের উদ্যোগে এর আগে রাঙামাটি জেলা ও বোয়ালখালী উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি অক্সিজেন সিলিন্ডার, ৪টি অক্সিজেন স্ট্যান, ১২টি অক্সিজেন অক্সিমিটার, ৪টি পালস অক্সিমিটার, ৩০ লিটার হ্যান্ডস্যানিটাইজার, ৩০ বক্স মাস্ক, ২৫ বক্স হ্যান্ড গ্লাভস, ২০০ পিস হেডকাভার বিতরণ করা হয়েছে।’

আগামী মাসে সন্দ্বীপ উপজেলায়ও বিতরণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, সরকারি হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জাম প্রদান সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। করোনাভাইরাসে আক্রান্তসহ সংকটাপন্ন রোগীর জন্য এই অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহার করা হবে। চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্রদের এমন উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজের সাবেক ছাত্র কামরুল ইসলাম, হারুন উর রশীদ, শামশুজ্জোহা আজাদ, শাহজামান হোসাইন রাজীব, শাখাওয়াত হোসেন (জুয়েল), আনোয়ারুল আনিস, রূপম পালিত, প্রবীর বিশ্বাস।

এ সম্পর্কিত আরও খবর