'কল্যাণমূলক কাজের মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-18 01:39:29

নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন বলেছেন, বেসিক পুলিশিংয়ের পাশাপাশি কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও অপরাধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় নবাগত রেঞ্জ ডিআইজি মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বার্তা২৪.কমকে বলেন, ডিআইজি মো. আব্দুল বাতেন বগুড়া জেলায় আগমন উপলক্ষে বগুড়া জেলা পুলিশ এই বিশেষ কল্যাণ সভার আয়োজন করেছে।

বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর