সাভারে অবৈধভাবে নেওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই টাইলস মিস্ত্রি মৃত্যুর ঘটনায় বাড়ির মালিকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান।
এর আগে এদিন সকালে সাভার মডেল থানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, গত ২৫ সেপ্টেম্বর ভোরে সাভারের হেমায়েতপুরের মোল্ল্যাপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মাসুদ হাওলাদারের বাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ ও হাবিবের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হৃদয় নামের আরো একজন।
এ ঘটনায় সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বাদী হয়ে বাড়িওয়ালাসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। খবর পেয়ে বাড়ির মালিক তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে।
এদিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সাভার ও আশুলিয়ায় গ্যাস সংযোগের লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫ জন। আর মোট মামলা দায়ের হলো ১৩টি।