সাভারের আশুলিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় আহত হননি তিনি।
রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে সাভারের আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শাহাদাত হোসেন খানের ম্যানেজার এবাদত হোসেন বলেন, ‘শাহাদাত হোসেন খানের বাড়ি জোর করে দখলের পায়তারা করছে ওই এলাকার কতিপয় ব্যক্তি। এরই জের ধরে গত ২ অক্টোবর বাড়ির ভেতর প্রবেশ করে সাইনবোর্ড ভেঙে ফেলে ও হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করি। পরবর্তীতে আজ আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।’
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বলেন, ‘আশুলিয়ার ওই এলাকায় আমি বাড়িসহ একটি জায়গা কিনেছি। সেখানে আমার ভাড়াটিয়াও রয়েছে। তারা প্রতিমাসে আমাকে ভাড়া দিয়ে আসছে। এই জমি ও বাড়ি দখলের উদ্দেশে শুক্রবার স্থানীয় ইয়াসিন মিয়া ও বিপ্লবসহ ৩ থেকে ৪ জন অনধিকার প্রবেশ করে ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দিয়ে চলে যেতে বলে। না গেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সব ভাড়াটিয়া ভয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার খবরে ওই বাড়িতে আমরা গেলে আমাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।’
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।