চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার বিস্তীর্ণ বিলাঞ্চলে অভিযান পরিচালনা করে ২৩টি জবাইকৃত বক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফাঁদ পেতে পাখি শিকারের অপরাধে দুই শিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে পাখি শিকারের ফাঁদ।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিংড়ার কলম লক্ষীপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান জানান, অভিযানকালে গুরুদাসপুরের নাজিরপুর গ্রামের মো. আসাদুল (২৫) ও সোহরাব হোসেনকে (২২) ফাঁদ ও শিকার পাখিসহ আটক করা হয়। এসময় জীবিত পাখি দুটি অবমুক্ত ও জবাইকৃত ২৩টি বক মাটি চাপা দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি ফাঁদ।
আটককৃতরা ভবিষ্যতে পাখি শিকার করবে না মর্মে অঙ্গীকার করলে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।