নোয়াখালীতে মাস্ক না পরায় দোকান সিলগালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-24 21:30:54

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে মাস্ক না পরার কারণে একটি দোকান ৩ দিনের জন্য সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া জেলার ৯টি উপজেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির আওতায় ৬৫ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, মাইজদী বাজারে একজন দোকান মালিক ও তার কর্মচারী মাস্ক না পরার কারণে ৩ দিনের জন্য সেটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া মাস্ক পরিধান না করায় ৬৫ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন- নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ ৩২ জন ম্যাজিস্ট্রেট।

এ সম্পর্কিত আরও খবর