নাফ নদীতে বিজিবির গুলিতে ইয়াবা ব্যবসায়ী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 14:14:32

কক্সবাজারের টেকনাফের নাফ নদে বিজিবির টহল দলের সঙ্গে গুলিবিনিময়ে একজন মাদক কারবারি নিহত হয়েছেন।

এ সময়  ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা জায়নি।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

তিনি  জানান,  ভোরের দিকে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় তিনজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিজিবির টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে।

এ সময় নৌকায় থাকা ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। মিনিট পর নৌকায় থাকা তিনজনের মধ্যে দুইজন সাঁতারে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ আটক করেন বিজিবি সদস্যরা।

পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর