পুনরায় ‘রেলপানি’ বিক্রি শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 07:08:33

রেলওয়ের আওতাধীন এলাকায় পুনরায় ‘রেলপানি’ বিক্রি শুরু হয়েছে। বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিসআবি রিপোর্ট মোতাবেক এই পানি পানের উপযুক্ত হিসেবে বলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে মার্কেটিংয়ের উপ-পরিচালক কালীকান্ত ঘোষ বার্তা২৪.কমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলপানির মান নিয়ে প্রশ্ন উঠলে গত ১১ অক্টোবর থেকে সাময়িকভাবে এটি বিক্রি বন্ধ রেখেছিলো কর্তৃপক্ষ।

পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‌‌রেলপানির বিষয়ে প্রেস ব্রিফিং করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলপানির মান নিয়ে প্রশ্ন উঠায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিআবি দ্বারা পানি পরীক্ষা করানো হয়েছে। বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিসআবি রিপোর্ট মোতাবেক এ পানি পানের উপযুক্ত হিসেবে সনদপত্র প্রদান করেছে। সুতরাং এই পানি বিক্রিতে আর কোনো সমস্যা নাই। তাই আগামী ১৫ নভেম্বর থেকে এই পানি আবার বিক্রি হবে'।

উল্লেখ্য, রেল অঙ্গনে নিজস্ব ব্রান্ডের বোতল জাত পানি প্রবর্তনের নিমিত্ত বাংলাদেশ রেলওয়ে অতি সম্প্রতি উন্মুক্ত দর পত্রের মাধ্যমে শ্যামলী ফুড এন্ড বেভারেজ, ২৭/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকার সাথে চুক্তিবদ্ধ হয়।

এ সম্পর্কিত আরও খবর