টাঙ্গাই‌লে নি‌খো‌ঁজের ৩ দিন পর জুয়া‌ড়ির মর‌দেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-19 09:14:13

টাঙ্গাই‌লে যমুনা নদী থে‌কে ভাসমান অবস্থায় হাফিজুর রহমান (৩৭) না‌মে এক জুয়া‌ড়ির মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সে জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে।

রোববার (২৯ ন‌ভেম্বর) দুপু‌রে ভুঞাপুর উপ‌জেলার বাসু‌দেব‌কোল এলাকার যমুনা নদী থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

এরআ‌গে গত বৃহস্প‌তিবার পার্শ্বব‌র্তী জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপ‌জেলার পিংনা এলাকায় জুয়া‌র বো‌র্ডে হামলা চালায় ডাকাত দল। এঘটনায় আত্মরক্ষা‌র্থে তিন জুয়া‌ড়ি নদী‌তে ঝা‌ঁপি‌য়ে প‌ড়ে নি‌খোঁজ হয়।

তারা হলো- টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে হাফিজুর রহমান(৩৭), একই জেলার ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজল মন্ডল (৩৩) এবং সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০)। এ‌দের ম‌ধ্যে হা‌ফিজু‌রের মর‌দেহ যমুনা নদী থে‌কে উদ্ধার ক‌রে ভুঞাপুর থানা পু‌লিশ।

ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই ) লিটন মিয়া জানান, উপ‌জেলার বাসু‌দেব‌কোল এলাকার যমুনা নদী থে‌কে হা‌ফিজুর না‌মে একজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এছাড়া নি‌খোজ আ‌রো দুইজ‌নের মর‌দেহ পিংনার বাশু‌রিয়া যমুনা নদী থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

এ সম্পর্কিত আরও খবর