মাওয়া পদ্মাপাড়ের মৎস্য আড়তে ২৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জের শরিয়তপুর এলাকায় পদ্মায় এক জেলের জালের বিশাল সাইজের এ বিরল প্রজাতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে তিনি মাওয়া মৎস্য আড়তে আনেন।
মাছটি তিনি ডাকে ৩৩ হাজার টাকায় মাওয়া এলাকার পাইকারী ব্যবসায়ী মো. রাজিব মাতবরের কাছে বিক্রি করেন। রাজিব ২৪ কেজি ১০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি ১ হাজার টাকা লাভে ৩৪ হাজার টাকা দামে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
নাদিম মৎস্য আড়তের মালিক মো. জালাল মিয়া জানান, স্রোত থাকার কারণে নানা প্রজাতির মাছ সাগর থেকে ভেসে আসে। রোববার ভোররাতে লৌহজং উপজেলার ডহড়ি গ্রামের মো. জাকির হোসেনের জালে মাছটি ধরা পড়ে। মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে সকাল সাড়ে ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটে নিয়ে আসেন।
এ সাইজের বাঘাইড় মাছ এখন সচরাচর পদ্মায় মেলে না বলে জানান তিনি।