কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তদের হামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-21 12:26:44

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্যে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোন এক সময় হামলা চালিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ক্ষতবিক্ষত করেছে। শনিবার সকালে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

জানা যায়, কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের পাঁচ রাস্তা মোড়ে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরমধ্যে একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রায়ে শেষের দিকে ছিলো।সকালে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেখে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্যে হাতুড়ি দিয়ে পেটানো। এতে করে বঙ্গবন্ধুর হাতের অংশবিশেষ ভেঙে চুরমার করেছে এবং মুখে অবয়ব ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক শাহীন সরকার বলেন, মৌলবাদীদের যে চক্র বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে আমরা শিল্পী সমাজ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষেরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের পাঁচ রাস্তা মোড়ে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুর্বৃত্তরা রাতের কোন এক সময়ে হাতুড়ি দিয়ে এটির অংশ বিশেষ ক্ষতবিক্ষত করে দেয়। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর