ধামরাইয়ে ১৫ জুয়াড়ি আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-21 02:55:46

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ পেশাদার জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪। এ ঘটনায় খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার।

এর আগে শনিবার (০৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায় নি। তবে তারা সবাই পেশাদার জুয়াড়ি বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১৫জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় নগদ ২৮ হাজার ৬৮০ টাকা, খেলার কার্ড সেট ৩টি ও ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার বলেন, আটকরা নিয়মিত জুয়া খেলার কথা স্বীকার করেছে। তারা নিয়মিত জুয়া খেলে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর