আজ টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-09-01 16:21:05

আজ ১১ ডিসেম্বর। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। প্রতিবছরের এদিনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কিন্তু এখনো সংরক্ষণ করা হয়নি ৭১'র সম্মুখ সমরের স্থানগুলো। মুক্তিযোদ্ধারাও সেই সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। এদিন সন্ধ্যায় কাদেরিয়া বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। ৮ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচ হাজার পাক সেনা এবং সাত হাজার রাজাকার আলবদর টাঙ্গাইলে অবস্থান করে। কাদেরিয়া বাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে শত্রুমুক্ত করে ঢাকার উদ্দেশে রওনা করে।

জেলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক বলেন, ডিসেম্বরের শুরুতে সীমান্ত থেকে কোণঠাসা পাক সেনারা দুর্বল হয়ে ঢাকার দিকে অগ্রসর হতে থাকে। তখন ৮ ডিসেম্বর পরিকল্পনা করা হয় টাঙ্গাইলকে শত্রু মুক্ত করার।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, জেলার বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের কবর বা সমাধি রয়েছে। সেগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে ঐতিহাসিক সকল স্থানকে স্মৃতিস্তম্ভের মাধ্যমে সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর