শিল্পের সঙ্গে রাজস্ব বোর্ডের সম্পর্ক জোরদারে কাজ করছে এনবিআর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 12:10:43

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, শিল্প কারখানার সঙ্গে রাজস্ব বোর্ডের নিবিড় সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অবস্থিত হাতিলের কারখানা পরিদর্শনে এসে এনবিআর চেয়ারম্যান এসব কথা জানান।

এসময় এনবিআর চেয়ারম্যান বিশ্ববাজারে হাতিল অভাবনীয় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করে রাজস্ব সংক্রান্ত বিষয়ে হাতিল কর্তুপক্ষের কোনো ধরনের প্রতিকূলতা থাকলে সেসব বিষয়ে সমাধানের আশ্বাস দেন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রির সরকারি টেক্স থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এদের কি কি সমস্যা হয় সে বিষয়ে আমরা দেখছি। আমাদের টিম নিয়ে ঘুরে ঘুরে দেখছি। হাতিলের কারখানার কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের সব প্রক্রিয়া দেখতে আমরা আমাদের টিম নিয়ে আজকে এখানে আসছি।

হাতিল কর্তৃপক্ষ জানান, সাভারের জিরানী এলাকায় ২০ একর জমির ওপর হাতিল ফার্নিচার কারখানা অবস্থিত। কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করছে। দেশে ৭টি নিজস্ব আউটলেট ও ৫৮টি ফ্র্যান্চাইজ আউটলেটসহ মোট ৬৫টি ফার্নিচার বিক্রির আউটলেট রয়েছে। ভারত, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসসহ দেশের বাহিরে হাতিলের ২৩টি নিজস্ব আউটলেট রয়েছে। যার মধ্যে ভারতে রয়েছে ১৮টি। হাতিল ফার্নিচার কর্তৃপক্ষ কাজের গতি বাড়াতে ইতিমধ্যে মানুষের পাশাপাশি রোবটিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেছে। এসময় বিশ্বব্যাপী হাতিল ফার্নিচারের একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।

পরে এনবিআর চেয়ারম্যান হাতিল কারখানার সার্বিক দিকগুলাে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমানসহ প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তা এবং এনবিআরের ঊধ্বর্তন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর