মাস্ক থাকলেও, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:24:53

করোনা মহামারী বাস্তবতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রয়েছে সীমাবদ্ধতা। তবে শ্রদ্ধা নিবেদনে জনসমাগমের ওপর বিধিনিষেধ থাকলেও শহীদ মিনার প্রাঙ্গণে তা মানা হয়নি।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমনটি দেখা যায়। একইসাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করছে জাতি।

সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন সংগঠন ও মানুষের ভিড় কিছুটা বাড়লে উপেক্ষিত হতে থাকে স্ব্যাস্থবিধি। মুখে মাস্ক থাকলেও মানা হচ্ছে না শারিরীক দূরত্ব। গাদাগাদি করে ৫ জনের অধিক মানুষ একসাথে প্রবেশ করছেন শহীদ মিনারে।

শহীদ মিলারের প্রবেশ পথে মাস্ক আছে কিনা তা দেখা হচ্ছে। তবে ৫ জনের অধিক মানুষ প্রবেশে কোন বাধা দেওয়া হচ্ছে না

শহীদ মিলারের প্রবেশ পথে মাস্ক আছে কিনা তা দেখা হচ্ছে। তবে ৫ জনের অধিক মানুষ প্রবেশে কোন বাধা দেওয়া হচ্ছে না।

শ্রদ্ধা নিবেদন করতে আসা এক সংগঠনের কর্মী আলী হায়দার বার্তা২৪.কমকে বলেন, 'আজ আমাদের জন্য অন্যরকম একটা দিন। আজ জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরণ করছি। যাদের কারণে আমরা বাংলাই লিখতে বলতে পারি। সুতরাং এমন দিনে আমাদের জন্য স্ব্যাস্থবিধি মেনে তাদের শ্রদ্ধা জানানো কঠিন কাজ।তবে আমরা চেষ্টা করেছি স্ব্যাস্থবিধি মানতে'।

এর আগে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।এবার করোনার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে সশরীরে আসেননি

এ সম্পর্কিত আরও খবর