রংপুরে ১০১ জন শিশু শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রংপুর | 2023-08-23 08:31:35

রংপুরে ১০১ জন শিশু শিল্পী জাতীয় সংগীত পরিবেশন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সংগীতের আয়োজন করা হয়।

বুধবার (১৭ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এ ছাড়াও বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে ভোরে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে দুপুরে সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, সম্মানিত অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আতশবাজি প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নিবেন।

এ সম্পর্কিত আরও খবর