তিস্তার চরে জমি নিয়ে বিরোধে নিহত ২, আহত ১০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 00:48:18

তিস্তার চরের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে রংপুরের গঙ্গাচড়ায় দুই জন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম (৫৭) ও আজিজুল ইসলাম (৫৫)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরের জমি নিয়ে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড়ভাই রিয়াজুল ইসলাম (৫৭) ঘটনাস্থলে মারা যান। একই সময়ে ইউপি সদস্য আজিজুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আমেনা বেগম (১৮), হেলাল মিয়া (৩৪), সেরাজুল ইসলাম (৩০), অজিপা খাতুন (৫০) ও আবুল কালামকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল জানান, দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগেও মারামারি হয়েছিল। ওই জের থেকেই সংঘর্ষে দুই পক্ষের রিয়াজুল ইসলাম ও আজিজুল ইসলাম নামের দুজন নিহত হয়েছেন। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর