রংপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মাঠে ভ্রাম্যমাণ আদালত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-12 11:58:57

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রংপুরের জেলা প্রশাসন। এসময় মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণসহ মাস্ক বিতরণ করা হয়।

রোববার (১১ এপ্রিল) বিকালে রংপুর মহানগরীর মেডিকেল পূর্বগেট, পাকারমাথা, নীলকন্ঠ, হনুমানতলা, জাহাজ কোম্পানি, কাচারী বাজারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। তাকে সহযোগিতা করেন রংপুর র‍্যাব-১৩।

এসময় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, ক্রেতা-বিক্রেতার মধ্যে ৩ ফুট দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও সাধারণ মানুষর মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই মাস্ক পরিধান নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। করোনার সংক্রমণ প্রতিরোধ করার জন্য ক্রেতা বিক্রেতার মাঝে সচেতনতা সৃষ্টির করতে হবে। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ পারস্পরিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।

এ সম্পর্কিত আরও খবর