কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 23:28:20

লকডাউনে অর্থ ও শ্রমিক সংকটের কারণে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রংপুর সদর উপজেলার কৃষক আব্দুল হালিম মিয়া। নিজের ক্ষেতের পাকা ধান কাটতে না পরায় ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছিলো। এমন অবস্থায় তার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দনপাট ইউনিয়নের ঈশ্বরপুর কান্দুপাড়া এলাকার কৃষক হালিম মিয়ার ৫৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রংপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদের নেতৃত্বে এতে অংশ নেয় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ স্বারথী রয়, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, দফতর সম্পাদক ডনি রাজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক তৌকির আহম্মেদ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হারুন উর রশিদসহ ৩০জন নেতাকর্মী।

কৃষক আব্দুল হালিম মিয়া বলেন, ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় দুশ্চিন্তায় পড়েছিলাম। ক্ষতির শঙ্কাও করেছিলাম। টিভিতে দেখেছিলাম ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে। তা দেখে সকালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে যোগাযোগ করলে তারা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এজন্য আমি ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

ছাত্রলীগ নেতা এস এম সাব্বির আহম্মেদ বলেন, করোনাকালে অর্থ ও শ্রমিক সংকটে অনেকে পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় পড়েছেন। এমন পরিস্থিতিতে সারা দেশে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে রংপুর সদরে কৃষক হালিম মিয়ার ৫৫ শতক জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লাগছে।

এ সম্পর্কিত আরও খবর