প্রতারণা ও ভ্যাট ফাঁকির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-09-01 11:52:34

প্রতারণা ও ভ্যাট ফাঁকি দেওয়ার অপরাধে মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ শহরের নকশী আনলিমিটেড পোশাকের দোকানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল্য তালিকার ওপর নিজেদের ইচ্ছেমত মূল্য বসিয়ে বিক্রয় করে ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন এবং বেশ কয়েকটি পোশাকের সঠিকমূল্য বলতে না পারায় এই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে শহরের তৃপ্তি প্লাজা মার্কেটের সিটি পার্ল হাউজ এন্ড কসমেটিকস দোকানের মালিক অবৈধভাবে প্রসাধনী এনে সরকারের ভ্যাট ফাঁকি দেওয়ার অপরাধে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্যাটালিয়ন আনসার সদস্য ও বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর