নাজিমউদ্দিন রোড থেকে: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে নৈরাজ্যের চেষ্টা করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১০ টায় রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত ঢাকার-১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত (অস্থায়ী) চত্বরের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রায়কে কেন্দ্র করে ঢাকার জনগণের কোনো ক্ষতি করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের যা করণীয় তাই করব। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।
এ সময় তিনি আদালতের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে কথাও বলেন।