নোয়াখালীতে ডায়রিয়ায় দুই জনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-28 01:50:07

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। সে বাড়িতে আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত আছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৩১ মে) সকাল ৯টার দিকে মো. রাসেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত রাসেদ উপজেলার চর ওয়াপদা ৯নম্বর ওয়ার্ডের চর বৈশাখী গ্রামের মো.হানিফের ছেলে। এর আগে গত ২৪ মে দুপরের দিকে তার দাদী সখিনা খাতুন (৯০) স্ট্রং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

নিহত রাসেদের জেঠা নুরুল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে রাসেদকে গুরুতর অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে তার মৃত্যু হয়। গত ২৪ মে দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মা মারা যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য অধিদফতরের কোন কার্যক্রম নেই বললেই চলে।

চরজব্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহেলা সুলতানা ঝুমা জানান, নিহত রাসেদ গত ৩ দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ বিষয়ে সে পরিবারের কাউকে কিছু জানায়নি।

এ সম্পর্কিত আরও খবর