সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-08-25 21:26:27

সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে পৃথক ভাবে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল ও বিকালে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলহাজ্ব আলীর ছেলে আতিক হাসান (৩২)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, মঙ্গলবার (১৫ জুন) দুপুরের দিকে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হয়। বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপর দিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকালে নিজের জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মারা যান আতিক হাসান।

এ সম্পর্কিত আরও খবর