হাতিরঝিলের স্থাপনা বিষয়ে রুল নিষ্পত্তির আদেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-05-29 04:34:53

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৪ অক্টোবর) দায়িত্বরত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ব্যবসায়ীদের পক্ষে  অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন।

খুরশীদ আলম খান জানান, ১২ জন ব্যবসায়ীর পক্ষে করা আবেদনে চেম্বার আদালত স্থাপনা বিষয়ে স্থিতাবস্থা দিয়েছিল। সেটি কন্টিনিউ করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চের জারি করা রুলটি দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

লে-আউট প্ল্যানের নির্দেশনার বাইরে কতিপয় অবৈধ প্রতিষ্ঠান কার্যক্রম চালালেও রাজউক এ বিষয়ে নিষ্ক্রিয় থাকে। 

১ আগস্ট হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা নিয়ে মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়।

রিট শুনানির পর আদেশে হাইকোর্ট লে-আউট প্ল্যান বর্হিভূত কেউ যেন স্থাপনা করতে না পারে সে বিষয়ে রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, হাতিরঝিল থানার ওসি ও প্রজেক্ট পরিচালককে প্রজেক্ট এলাকায় প্রতিনিয়ত মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছিলেন।

হাতিরঝিলে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী আবু বকর মিয়াসহ ১২ জন ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর