নরসিংদীর শেখেরচর ও মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
মঙ্গলবার (১৬ অক্টোবর) মধ্যরাতে নরসিংদী থানা পুলিশের ইন্সপেক্টর তানভীর আহমেদ ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
তানভীর আহমেদ বলেন, জঙ্গি আস্থানা সন্দেহে সন্ধ্যা রাত থেকেই শেখেরচরের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঘটনা স্থলে এসে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
আবু তাহের দেওয়ান বলেন, জঙ্গি আস্থানা সন্দেহে মাধবদীতে এই বহুতল ভবনকে ঘিরে রাখা হয়েছে।
অন্যদিকে কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান বার্তা২৪.কম বলেন, অভিযান বিষয়ে এখন কোন মন্তব্য করা যাবে না। তবে বাড়ি দুইটির ভেতরে বেশ কয়েকজন জঙ্গি থাকার সম্ভবনা আছে।