বাংলাদেশে জঙ্গিদের আশ্রয় হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:38:26

 

জঙ্গিদের সকল আস্তানা একে একে গুড়িয়ে দেওয়া হয়েছে তাই বাংলাদেশে আর জঙ্গিদের আশ্রয় হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৭ অক্টোবর) বিকালে রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের জনগণ জঙ্গিদের জায়গা দেয় না। বাংলাদেশে জঙ্গিদের আশ্রয় হবে না, যার প্রমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে যেসব জঙ্গিরা মারা গেছে তাদের পরিবার বা তার কোনো আত্মীয়-স্বজন মৃতদেহ নিতে আসেনি।’

মন্ত্রী বলেন, ‘প্রশাসন জঙ্গি দমনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এমনকি সর্বশেষ জঙ্গিরা  নরসিংদীতে যে আস্তানা গড়ে তুলেছিল সেটাও গতকাল ও আজকে অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে।’

‘নরসিংদীর জঙ্গি আস্তানায় দুই জন মহিলা ছিল তারাও স্যারেন্ডার করেছেন। জঙ্গিদের সকল সক্ষমতা শেষ করে দিয়েছি। তারপরও যে কয়টি আছে। সে বিষয়ে গোয়েন্দারা তৎপর রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংসদ কাজী রোজী, রমনা পূজা কমিটির শ্রী উৎপল সাহা, মিলন শাহ, প্রণব সাহা প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর