কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:42:45

রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রাজু আহমেদ (২৮) জান্নাত (৫) রোজা (৩) শারমিন (২৪) হাবিবুর রহমান (১৯)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১০টায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৫ জন এসেছেন। তাদের মধ্যে রাজু আহমেদের ৩০ শতাংশ, শিশু জান্নাতের ২৬ শতাংশ, রোজার ৪৬ শতাংশ, শারমিনের ১০ শতাংশ এবং হাবিবুর রহমানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজুর মেয়ে রোজাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে আনার পরে রান্নাঘরে চুলায় সংযোগ দেওয়ার এক পর্যায়ে গ্যাস বের হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালালে রান্নাঘরসহ সব ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়।

এ সম্পর্কিত আরও খবর