রংপুর বিভাগে শনাক্ত ৫০ হাজার ছাড়াল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 19:00:48

রংপুর বিভাগে একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা ৫০ হাজার ১১৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের একজন ও লালমনিরহাটের একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে দিনাজপুরের ৮৩ জন, রংপুরের ৫৭ জন, কুড়িগ্রামের ৪৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন, গাইবান্ধার ৩৪ জন, নীলফামারীর ১৪ জন, লালমনিরহাটের ১২ জন ও পঞ্চগড় জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ১৮ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে করোনায় এখন পর্যন্ত মৃত ১ হাজার ‌‌৮৭ জনের মধ্যে দিনাজপুরের ৩০১ জন, রংপুরের ২৫৬ জন, ঠাকুরগাঁওয়ের ২১৩ জন, নীলফামারীর ৭৭ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৮ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮১ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৫০ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৬৪৯ জন, রংপুরে ১১ হাজার ৪৩২ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৭১৮ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩৪৭ জন, নীলফামারীতে ৪ হাজার ৭৩ জন, কুড়িগ্রামে ৪ হাজার ২১৮ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৮৬ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭২৩ জনে।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

এ সম্পর্কিত আরও খবর