রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নয়জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সবশেষ ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে একজন এবং নওগাঁ, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে দুজন করে মারা গেছেন। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন।
তিনি জানান, বিভাগীয় স্বাস্থ্য দফতর শুধু করোনা পজিটিভ অবস্থায় মারা যাওয়া রোগীদের হিসাব সংরক্ষণ করে। করোনার উপসর্গ কিংবা করোনা পরবর্তী জটিলতায় মৃতদের হিসাব সংরক্ষণ করা হয় না।
বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা পজিটিভ অবস্থায় ৬২৬ জন মারা গেছেন বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৩ জন মারা গেছেন রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ জন, নওগাঁয় ১৩০ জন, নাটোরে ১৫০ জন, জয়পুরহাটে ৫৪ জন, সিরাজগঞ্জে ৮৩ জন এবং পাবনায় ৩৯ জন মারা গেছেন।
গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৩৩ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৩২৩ জন। বিভাগে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৭৫২ জন।