রাজবাড়ীতে ১০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-19 18:28:05

রাজবাড়ীর পাঁচটি উপজেলাতে এ পর্যন্ত ১০ হাজার ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এ সময় মধ্যে মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১০ জন। তবে বর্তমানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই কম।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ৪ টায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তের মধ্যে সর্বোচ্চ সদর উপজেলা ও সর্বনিম্ন কালুখালী উপজেলাতে।

সিভিল সার্জনের অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, পাংশা উপজেলায় ১ জন, কালুখালি উপজেলায় ১ জন ও বালিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

এ পর্যন্ত রাজবাড়ী জেলায় ৩৬ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৪ হাজার ৯৬৮ জন, পাংশা উপজেলায় ২ হাজার ৪৭৫ জন, গোয়ালন্দে ১ হাজার ৭৯ জন, কালুখালিতে ৭২৮ জন, বালিয়াকান্দিতে ৭৭৯ জন।

সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বার্তা২৪.কমকে বলেন, বর্তমান জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে। তবে এখনো যেহেতু ভাইরাসটি সংক্রমিত হচ্ছে সেহেতু আমাদের সবারই উচিত স্বাস্থ্যবিধি এবং সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনা চলা।

 
 

এ সম্পর্কিত আরও খবর