সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:31:19

বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার (যেমন সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠান) গোপন তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সরকারি একটি সংস্থা।

বুধবার (২৭ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট তাদের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করে।

বিজিডি ই-গভ সার্টের সাইবার হুমকি গোয়েন্দা ইউনিটের পর্যবেক্ষণে ধরা পড়েছে এপিটি-সি-৬১ (APT-C-61) নামে একটি গ্রুপের সন্দেহজনক কর্মকাণ্ড।

২০২১ সালের মাঝামাঝি থেকে এপিটি-সি-৬১ এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে চালাচ্ছে বলে ধরা পড়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণে বিজিডি ই-গভ সার্ট বলছে, গুরুত্বপূর্ণ সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য চুরি করা সন্দেহজনক গ্রুপটির লক্ষ্য। অপরাধীরা ম্যালওয়্যারের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

এ বিষয়ে বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা বলেন, এই হামলাকারীরা ঠিক কোন প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া কোনো সংস্থা বা প্রতিষ্ঠানও আমাদের কাছে নিজেদের সাইটে সন্দেজনক কার্যকলাপের বিষয়ে জানায়নি। এখন পর্যন্ত এই গ্রুপের কাজ প্রাথমিক পর্যায়ে আছে।’


এ সম্পর্কিত আরও খবর