আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 03:49:02

সাভারের আশুলিয়ায় ট্রাকের চাপায় মো. আশিক খান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৷

বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নরশিংহপুরের অনন্ত গামেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী আশিক খান টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন ৷ পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ৷

নিহত মো. আশিক খান টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১২টায় সড়কের পাশে মোটরসাইকেলসহ একটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসন বলেন, নিহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর