নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবক হত্যার ঘটনায় তার স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) স্ত্রী কামরুন্নাহার (৩৫) ও শ্বশুর আব্দুল কাদিরকে (৬০) গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মৃত কুব্বত আলীর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে পূর্বগ্রামের আব্দুল কাদিরের মেয়ে কামরুন্নাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মালয়েশিয়া প্রবাসী শহিদুল ইসলাম শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
গত ১৩ মার্চ সন্ধ্যায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ও তার শ্যালক তানজিব ভুঁইয়ার (২৮) সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন শহিদুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপরে শহিদুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে তার শ্বশুর আব্দুল কাদির (৬০), শ্বাশুরি শাহনাজ বেগম (৫৫), শ্যালক তানজিব ভুঁইয়া (২৮), কাউসার (৩৮), রুপম (৩০), স্ত্রী কামরুন্নাহার (৩৫), শ্যালিকা নিপাকে (৩৪) অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আব্দুল কাদির ও কামরুন্নাহারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।