ঋণ মওকুফ ও বিমার ক্ষতিপূরণের জন্য ১২ বাসে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-31 06:27:58

দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি বরকত-রুবেলের মালিকানাধীন ১২টি বাসে আগুন দেবার ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বিমার ক্ষতিপূরণ আদায় ও ব্যাংক ঋণের দায় থেকে অব্যাহতি পেতে ১২টি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জহুরুল ইসলাম জনি, পারভেজ মৃধা ও মোহাম্মদ আলী। আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে বাস পোড়ানোর কথা স্বীকার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আটককৃত আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত ১২ মার্চ ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি সেডে জব্দকৃত ১২টি বাস রাখা ছিল। বাসগুলোর মালিক দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল।

 

এ সম্পর্কিত আরও খবর