কোটা সংস্কার : জাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 09:32:27

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর আধা ঘণ্টার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট পাটকেল মারতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৭-৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষ শুরুর পরপরই ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। গত ১৪ মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন। তারপর নানা কর্মসূচি পালনের পর রোববার পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। বেলা আড়াইটার দিকে পাবলিক লাইব্রেরির সামনে তারা সমবেত হয়।তারা সাড়ে চার ঘণ্টা গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর রাত পোনে ৮টার দিকে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট-কাঁদানে গ্যাস ছুড়ে তাদের উঠিয়ে দেয়। ওই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে জড়ো হলে পুলিশের বাঁধার মুখে পড়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী গেলাম মুর্তাজা বলেন, শিক্ষার্থীদের শান্ত করতে তিনিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের রাবার বুলেটে প্রক্টর সিকদার মো. জুলকার নাইম আহত হন। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তৌহিদ হাসান বলেন, প্রক্টরসহ ৪০ জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর