‘চেষ্টা করছি দ্রব্যমূল্য সহনীয় রাখতে, তবে সাশ্রয়ী হতে হবে’

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 03:30:46

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এ সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে। অপচয় বন্ধ রাখতে হবে।

বুধবার (২২ জুন) গণভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পদ্মাসেতু উদ্বোধন, বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই একটি অস্বস্তিকর অবস্থার মুখোমুখি করেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন এবং পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, মে মাসে ব্রিটেন মুদ্রাস্ফীতি ছিল ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ শতাংশ, ভারতে ৭.৯ শতাংশ এবং তুরস্কে ৫৪.৮ শতাংশ। বাংলাদেশ গত মাসে খাদ্য শূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪২ শতাংশ। গড় মূল্যস্ফীতি ৬. দশমিক ২ শতাংশ।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগ সরকার জনগণের সরকারি। সাধারণ মানুষের ভাগ্যেন্নয়নেই। আমাদের সরকারের প্রধান লক্ষ্য।

এ সম্পর্কিত আরও খবর