বেনাপোলে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-09-01 17:29:00

সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোল সীমান্তের দু’দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর নামক শূন্য রেখায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর আহমেদ এবং  ভারতের পক্ষে ছিলেন, বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হারেন্দ্র সিং তমার। সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক এ বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে আলোচনার পর একমত পোষণ করে।

অনুষ্ঠান শেষে শুভেচ্ছা স্মারক বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করে সমন্বয় সভাটি শেষ হয়। 

 

এ সম্পর্কিত আরও খবর