টাঙ্গাইলে পিকআপ উল্টে নিহত ৩, আহত ২০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 10:23:38

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (১ মার্চ) দুপুর পৌঁনে একটার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম।

ওসি জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক পিকআপ যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রীজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।

নিহতরা হলেন- জামালপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুন (৬০), একই উপজেলার পেঁচামানিক গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) ও ধনবাড়ী উপজেলার গৌরাঙ গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী ফিরোজা (৬০)। এছাড়াও অন্তত ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ দুইটি থানা ও একটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর