চাঁদপুরে প্রতীক পেলেন ৩৫ প্রার্থী

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:58:11

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মাজেদুর রহমানের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় প্রতীক পেতে প্রার্থীর সমর্থকদের ভিড় দেখা গেছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে প্রতীক নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম. মনজুর আহমেদ সেলিম এবং কচুয়া থানা বিএনপি ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান শিমুল।

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নৌকা প্রতীক নেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট খালেদ মোশাররফের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও ছাত্র নেতা আল আমিন হাসান।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে নৌকা প্রতীক নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু ও গাজী মো. মাঈনুদ্দিন।

এ পাঁচজন প্রার্থী ছাড়াও প্রতীক বরাদ্দ পেলেন যারা:

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দিন খান আলমগীর (নৌকা), মো. এমদাদুল হক (লাঙ্গল), মো. নুরুল আলম মজুমদার (মোমবাতি), মো. যোবায়ের আহমদ (হাতপাখা), একেএসএম শহীদুল ইসলাম (জীপ গাড়ী) মো: আবুল কালাম আজাদ (সূর্য্য) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. মো. জালাল উদ্দিন (ধানের শীষ), এমরান হোসেন মিয়া (লাঙ্গল), মো. মনির হোসেন (মিনার), মো. নুরুল আমিন লিটন (হারিকেন) ও মো: আফছার উদ্দিন (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসেন ডা. দীপু মনি (নৌকা), শেখ ফরিদ আহমেদ আহমেদ (ধানের শীষ), দেওয়ান কামরুন্নেছা (গোলাপ ফুল), মো. জয়নাল আবেদীন শেখ (হাতপাখা), আব্দুল আজিজ (কোদাল) ও শাহজাহান তালুকদার (মই), মো. মিজানুর রহমান (ফুলের মালা) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহাম্মদ শফিকুর রহমান (নৌকা), মো. আব্দুল হান্নান (ধানের শীষ), মকবুল হোসাইন (হাতপাখা), দেলোয়ার হোসেন পাটওয়ারী (আম), বাচ্চু মিয়া ভাষানি (গোলাপ ফুল), গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক (মোমবাতি), মো. মাইনুল ইসলাম (লাঙ্গল), এম আনিছুজ্জামান ভূঁইয়া রানা (মই) ও মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (হারিকেন) প্রতীক পেয়েছেন ।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মো. মমিনুল হক (ধানের শীষ), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (চেয়ার), মো. ওবায়েদ মোল্লা (গোলাপ ফুল), আবু সুফিয়ান আল কাদেরী (মোমবাতি) ও মো. শাহাদাত হোসেন (হাতপাখা)।

এ সম্পর্কিত আরও খবর