পোস্টারে ছেয়ে গেছে বরিশাল নগরী

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 23:45:07

আসন্ন সংসদ নির্বাচনের বাকি মাত্র ১৬ দিন। আগামী ৩০ ডিসেম্বর হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে বরিশালের সবকটি সংসদীয় আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সবজায়গায় চলছে নির্বাচনী আলোচনা।

তবে নির্বাচনকে ঘিরে রাস্তাঘাটে পোস্টার দেখা যাবে না, তা কি হয়। প্রতীক বরাদ্দের পরপরই পুরো নগরজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। শুধু নগরীই নয় সংসদীয় এলাকার প্রতিটি অলিগলিতে সাঁটানো হয়েছে প্রতীক সম্বলিত পোস্টার।

শুক্রবার (১৪ ডিসেম্বর) প্রচারণার পঞ্চম দিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এই চিত্রই দেখা গেছে। হাতপাখা প্রতীকের কর্মী রফিক জানান, দলীয় প্রতীকে নির্বাচন করায় প্রার্থীরা তাদের প্রতীক সম্পর্কে আবগত ছিলেন, তাই তাদের পোস্টার আগে ভাগেই তৈরি করা গেছে।

তাছাড়া প্রতীক বরাদ্দের পরপরই নগরীজুড়ে পোস্টার সাঁটানোর কার্যক্রম শুরু হয়েছে। শুধু দিনেই নয়, গভীর রাত পর্যন্ত অলিতে-গলিতে পোস্টার সাঁটানোর কাজ করে যাচ্ছে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা।

এদিকে নির্বাচনকে ঘিরে প্রচার–প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল হলেই শুরু হয়ে প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও সভাসহ নানা কার্যক্রম চলে রাত অব্দি। আবার বেলা ২টার পর থেকে প্রার্থীদের পক্ষে চলে মাইকে প্রচার-প্রচারণার কাজ। চলে রাত ৮টা পর্যন্ত।

প্রচারণার পঞ্চম দিনে সকাল সাড়ে ৯টায় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামিম। এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরি দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপির ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরওয়ার। পরে তিনি দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় মহানগর বিএনপির উপদেষ্টা নুরুল আলম ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর