স্বতন্ত্র প্রার্থীকে গণধোলাই

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 04:59:06

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। বুদ্ধি প্রতিবন্ধী স্থানীয় পলাশ পাগলকে থাপ্পড় মারার অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন আবু জাহিদ।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সোমবার বিকাল পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে আবু জাহিদ নিউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তিনি সিংহ প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, প্রচারণার অংশ হিসেবে রোববার সন্ধায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বঙ্গবন্ধু মার্কেটের সামনে সিংহ মার্কায় ভোট প্রার্থনা করছিলেন আবু জাহিদ। এ সময় তাকে দেখে আওয়ামী সমর্থক পলাশ পাগলা ‘নৌকা নৌকা’ স্লোগান দিলে স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউ রাগান্বিত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী পাগল পলাশকে থাপ্পড় মারতে শুরু করেন। এ সময় উত্তেজিত জনতা পাগলের গায়ে হাত তোলার অভিযোগে জাহিদ নিউকে গণধোলাই দেন।

খবর পেয়ে দ্রুত পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবু জাহিদ নিউ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে চড়-থাপ্পড় মারিনি। একটা মানসিক প্রতিবন্ধী লোককে সামনে রেখে আওয়ামী লীগের কিছু সমর্থক আমার কর্মীর ওপর হামলা করেছেন।’

এ সম্পর্কিত আরও খবর