রাজশাহীতে বিজিবি মোতায়েন

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:02:45

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহীতে প্রায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম রাজশাহীতে বিজিবি মোতায়েনের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ২০ থেকে ২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজশাহী শহরে থাকা ৬টি সংসদীয় আসন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।'

তিনি আরও বলেন, 'এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি সদর দপ্তরে রিজার্ভ রাখা হবে। তারা বিশেষ প্রয়োজনে বের হবেন। মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।'

এ সম্পর্কিত আরও খবর