মহাসড়কে গাড়ি থামিয়ে ভোট চাইলেন ফখরুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 01:04:35

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে:  কুমিল্লা চান্দিনা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লার চান্দিনায় যাওয়ার পথে গাড়িবহর দাউদকান্দি পৌঁছলে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মহাসচিবের গাড়ি ঘিরে ধরে।

এ সময় মির্জা ফখরুল তাকে বহনকারী গাড়ির হুট খুলে দাঁড়িয়ে যান। এবং কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা) আসনের ভোটার ও জনসাধারণকে স্বাগত জানান।

আগামী ৩০ ডিসেম্বর কুমিল্লা ১ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট বিপ্লবের মধ্যদিয়ে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবে।

তিনি স্লোগান তুলে বলেন, ভোট দেবেন কিসে? ধানের শীষে।

এরপর উপস্থিত জনতাকে সরিয়ে চান্দিনার পথে রওনা হন। সেখানে পৌঁছে একটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে। সবশেষ ফুলগাজিতে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির এই মহাসচিব।

এ সম্পর্কিত আরও খবর