জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:13:34

জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ থেকে শুরু করে সবক্ষেত্রে ছাত্রদের চেয়েছে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত ফলের পরিসংখ্যানে এ তথ্য বেরিয়ে এসেছে।

ফলাফলে দেখা গেছে, এই পরীক্ষায় ১০ লাখ ১৫ হাজার ৩৮৭ উত্তীর্ণ ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ১৯০ জন আর ১২ লাখ ১৫ হাজার ৪৪২ উত্তীর্ণ ছাত্রীর মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৯০৫ জন। এতে ছাত্রের  তুলনায় ২ লাখ ৫৫ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। আর ১১ হাজার ৭১৫ জন ছাত্রী জিপিএ ৫ বেশি পেয়েছে।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাশের হার ৮৫.৮৩ শতাংশ হলেও  ছাত্রদের চেয়ে ১.৩১ শতাংশ ছাত্রী বেশি পাশ করেছে। ছাত্রদের পাশের হার ৮৫.১২ শতাংশ আর ৮৬.৪৩ শতাংশ।

 

এ সম্পর্কিত আরও খবর